বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

শ্যামনগরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা 

সাতক্ষীরার শ্যামনগরে প্রেমিকার উপর অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে প্রদীপ কুমার মণ্ডল। বুধবার (১৭ এপ্রিল) উপজেলার মুন্সীগঞ্জের জেলেখালী গ্রামের নিজ বাড়িতে গলায় ফাঁস লাগানোর আগে ভোরে ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দেয় প্রদীপ।

প্রদীপ মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের বাসুদেব মণ্ডলের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে প্রদীপ খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে ঘুমাতে যায়। বুধবার (১৭ এপ্রিল) ভোরে তাকে ঘরের আড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর আগে ফেসবুকে তার দেয়া স্ট্যাটাসে দেখাগেছে।

স্থানীয় মহিলা ইউপি সদস্য নিপা চক্রবতী বলেন, বংশিপুরে একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রদীপের। তার উপর অভিমান করে সে আত্মহত্যা করেছে।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, জেলেখালীতে প্রদীপ নামের এক যুবকের আত্মহত্যার খবর শুনেছি। পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ